ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইরানের শত্রুরা খামেনিকে হত্যার চেষ্টার পরিকল্পনা করছে ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে বিএনপির মূলমন্ত্র হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দাপুটে জয় বাংলাদেশের অভিনেত্রী পপি নিরাপত্তাহীনতায় আলিয়া মাদ্রাসায় তুমুল সংঘর্ষ থামালো সেনাবাহিনী, হাসপাতালে ৭ শিক্ষার্থী সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড ছুঁলেন তাইজুল ভিকারুননিসা স্কুলে আজকের পরীক্ষা স্থগিত যুক্তরাষ্ট্রে রোবোবোট প্রতিযোগিতায় বাংলাদেশি ‘টিম বেঙ্গলবোট’

আইয়ুব বাচ্চু হয়তো আবার ফোন দেবে: জেমস

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ৪৮২ Time View

এখনও আমার মনে হয় না, আইয়ুব বাচ্চু নেই। আমি মনে করতেও চাই না। কিছুক্ষণ পর হয়তো আবার ফোন দেবে আইয়ুব বাচ্চু, সেই একই কণ্ঠস্বর শোনা যাবে। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময়ে এসব কথা বলেন ‘নগর বাউল’ জেমস।

দুদেশের দুজন প্রিয় সিঙ্গারের নাম উল্লেখ করতে বললে জেমসের ভাষ্য, কাকে রেখে কাকে বলবো? অনেক শিল্পী রয়েছে, যারা আমাকে ইন্সপায়ার করে। বাংলাদেশের আজম খান, আইয়ুব বাচ্চু, মাকসুদ রয়েছে। পশ্চিমবঙ্গের রূপম ইসলাম আমার সবসময়ের প্রিয়। নতুন অনেকেই আছে, যাদের গান আমি শুনি। ইন্সপিরেশন না পেলে তো এগিয়ে যাওয়া যায় না।

ভক্তরা তাকে ‘গুরু’ বলে ডাকে। বাতাসে এমনও গুঞ্জন ভাসে যে, তার জন্য ভক্তদের জেল পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতাও হয়েছে। সে কথা জেমস না জানলেও ভক্তদের স্মরণ করলেন পরম ভালোবাসায়। রক মিউজিকের শীর্ষ গায়ক বলেন, ভক্তদের ভালোবাসা শিল্পীকে বাঁচিয়ে রাখে। সম্ভবত আমি সৌভাগ্যবান। কারণ, মানুষ আমাকে ভালোবাসে। তাই এতো বছর ধরে জ্ঞান করে যেতে পারছি।

একটা দীর্ঘ সময়ে নতুন কোনো গান প্রকাশিত হয়নি নগর বাউলের। জেমসকে জিজ্ঞাসা করা হয়, তখন কীভাবে নিজেকে অনুপ্রাণিত করতেন তিনি? উত্তরে দুই বাংলায় জনপ্রিয় এই গায়ক বলেন, লাইভ পারফরমেন্স বা মঞ্চ একটা শিল্পীকে এগিয়ে নিয়ে যায়। লাইভ কনসার্টগুলোতেই তাকে মোটিভেটেড করে বলে জানান মাহফুজ আনাম জেমস।

Please Share This Post in Your Social Media

আইয়ুব বাচ্চু হয়তো আবার ফোন দেবে: জেমস

বিনোদন ডেস্ক
Update Time : ০৯:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

এখনও আমার মনে হয় না, আইয়ুব বাচ্চু নেই। আমি মনে করতেও চাই না। কিছুক্ষণ পর হয়তো আবার ফোন দেবে আইয়ুব বাচ্চু, সেই একই কণ্ঠস্বর শোনা যাবে। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময়ে এসব কথা বলেন ‘নগর বাউল’ জেমস।

দুদেশের দুজন প্রিয় সিঙ্গারের নাম উল্লেখ করতে বললে জেমসের ভাষ্য, কাকে রেখে কাকে বলবো? অনেক শিল্পী রয়েছে, যারা আমাকে ইন্সপায়ার করে। বাংলাদেশের আজম খান, আইয়ুব বাচ্চু, মাকসুদ রয়েছে। পশ্চিমবঙ্গের রূপম ইসলাম আমার সবসময়ের প্রিয়। নতুন অনেকেই আছে, যাদের গান আমি শুনি। ইন্সপিরেশন না পেলে তো এগিয়ে যাওয়া যায় না।

ভক্তরা তাকে ‘গুরু’ বলে ডাকে। বাতাসে এমনও গুঞ্জন ভাসে যে, তার জন্য ভক্তদের জেল পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতাও হয়েছে। সে কথা জেমস না জানলেও ভক্তদের স্মরণ করলেন পরম ভালোবাসায়। রক মিউজিকের শীর্ষ গায়ক বলেন, ভক্তদের ভালোবাসা শিল্পীকে বাঁচিয়ে রাখে। সম্ভবত আমি সৌভাগ্যবান। কারণ, মানুষ আমাকে ভালোবাসে। তাই এতো বছর ধরে জ্ঞান করে যেতে পারছি।

একটা দীর্ঘ সময়ে নতুন কোনো গান প্রকাশিত হয়নি নগর বাউলের। জেমসকে জিজ্ঞাসা করা হয়, তখন কীভাবে নিজেকে অনুপ্রাণিত করতেন তিনি? উত্তরে দুই বাংলায় জনপ্রিয় এই গায়ক বলেন, লাইভ পারফরমেন্স বা মঞ্চ একটা শিল্পীকে এগিয়ে নিয়ে যায়। লাইভ কনসার্টগুলোতেই তাকে মোটিভেটেড করে বলে জানান মাহফুজ আনাম জেমস।