ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার আওয়ামী লীগের বটবাহিনী আমার সকল আত্মীয়-স্বজনদের টার্গেট করেছে : প্রেস সচিব প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে : তারেক রহমান শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন দুই কুতুবের কথা না শোনায় বিচারকদের করুণ দশা! যে কৌশলে ঘুমিয়ে পড়বেন মাত্র ২ মিনিটেই পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

আইভরি কোস্টে মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ১৩৫ Time View

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে শুক্রবার (৬ ডিসেম্বর) ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দুইটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৮ জন।

পরিবহন মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে মন্ত্রণালয় একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে। আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক এবং যানবাহনের বেহাল দশা এবং ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হওয়া চালকদের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।

গত মাসে দেশটির গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।

পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে ১,৫০০ লোক মারা যায়। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে চালকদের লাইসেন্সের পয়েন্ট, পাঁচ বছরের বেশি পুরানো গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরা স্থাপনসহ মারাত্মক দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা চালু করেছে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

আইভরি কোস্টে মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে শুক্রবার (৬ ডিসেম্বর) ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দুইটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৮ জন।

পরিবহন মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে মন্ত্রণালয় একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে। আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক এবং যানবাহনের বেহাল দশা এবং ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হওয়া চালকদের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।

গত মাসে দেশটির গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।

পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে ১,৫০০ লোক মারা যায়। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে চালকদের লাইসেন্সের পয়েন্ট, পাঁচ বছরের বেশি পুরানো গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরা স্থাপনসহ মারাত্মক দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা চালু করেছে।

নওরোজ/এসএইচ