ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৫১ Time View

আমেরিকান অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গে টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁরও দেশ ও দেশের মানুষের জন্য পরিকল্পনা আছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণের এক পর্যায়ে তারেক রহমান মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তব্যের প্রসঙ্গ টানেন।

বলেন, ‘‘মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ ড্রিম’। আজ আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ আ প্ল্যান। ফর দ্য পিপল অব কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’

১৯৬৩ সালে চাকরি ও স্বাধীনতার জন্য ‘মার্চ অন ওয়াশিংটন’ কর্মসূচিতে দেওয়া ভাষণের সময় মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, ‘আজ ও আগামীকালের কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমার এখনও একটি স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো- একদিন এই জাতি উঠে দাঁড়াবে।’

তারেক রহমান বলেন, দেশের মানুষের উন্নয়নের স্বার্থে, ভাগ্য বদলের স্বার্থে তাঁর যে পরিকল্পনা আছে সেটি বাস্তবায়ন করতে হলে প্রত্যেক মানুষের সহযোগিতা লাগবে। মানুষ যদি পাশে থাকে তাহলে ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়ন সম্ভব।

বিশৃঙ্খলা পরিত্যাগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা যেকোনো শ্রেণি, পেশা বা ধর্মের হোক না কেন। এই নিরাপত্তা নিশ্চিতের প্রতিক্ষা করতে হবে।

মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণির মানুষ হই, আমরা যে রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে—যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যেকোনো মূল্যে যেকোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যেকোনো মূল্যে আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক—যেকোনো বয়স, যেকোনো শ্রেণি, যেকোনো পেশা, যেকোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া।’

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশা আল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।’

সংবর্ধনা মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এ জেড এম জাহিদ হোসেন ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

এ ছাড়া দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৬:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

আমেরিকান অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গে টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁরও দেশ ও দেশের মানুষের জন্য পরিকল্পনা আছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণের এক পর্যায়ে তারেক রহমান মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তব্যের প্রসঙ্গ টানেন।

বলেন, ‘‘মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ ড্রিম’। আজ আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ আ প্ল্যান। ফর দ্য পিপল অব কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’

১৯৬৩ সালে চাকরি ও স্বাধীনতার জন্য ‘মার্চ অন ওয়াশিংটন’ কর্মসূচিতে দেওয়া ভাষণের সময় মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, ‘আজ ও আগামীকালের কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমার এখনও একটি স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো- একদিন এই জাতি উঠে দাঁড়াবে।’

তারেক রহমান বলেন, দেশের মানুষের উন্নয়নের স্বার্থে, ভাগ্য বদলের স্বার্থে তাঁর যে পরিকল্পনা আছে সেটি বাস্তবায়ন করতে হলে প্রত্যেক মানুষের সহযোগিতা লাগবে। মানুষ যদি পাশে থাকে তাহলে ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়ন সম্ভব।

বিশৃঙ্খলা পরিত্যাগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা যেকোনো শ্রেণি, পেশা বা ধর্মের হোক না কেন। এই নিরাপত্তা নিশ্চিতের প্রতিক্ষা করতে হবে।

মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণির মানুষ হই, আমরা যে রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে—যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যেকোনো মূল্যে যেকোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যেকোনো মূল্যে আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক—যেকোনো বয়স, যেকোনো শ্রেণি, যেকোনো পেশা, যেকোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া।’

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশা আল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।’

সংবর্ধনা মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এ জেড এম জাহিদ হোসেন ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

এ ছাড়া দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।