আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল

- Update Time : ০৭:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ১৬২ Time View
প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, যখন আমি বিদেশ যাই, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। বিদেশে তারা কঠোর পরিশ্রম করেন। হাড়ভাঙা পরিশ্রম করে যে আয় করেন, সেই টাকা দেশে পাঠান। স্বৈরাচারের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে পঙ্গু করে দেয়ার জন্য টার্গেট করেছিল ।
দূতাবাসগুলো ঠিক মতো কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, বিদেশি দূতাবাসে হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রকল্পগুলোতে বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ, প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান তার। সরকার গঠনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি।
নওরোজ/এসএইচ