ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিএনপি নেতার অভিযোগ

অস্বাভাবিক মৃত্যু হলে দায় নিতে হবে ওসিকে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : ০৮:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ৪২ Time View

সংবাদ সম্মেলনে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, (ডানে) ওসি তরিকুল ইসলাম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান অভিযোগ করেছেন, তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আচমিতা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “আমি আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি। ওসি আমাকে গুরুত্ব দেন না, টাকাকেই কেয়ার করেন। আচমিতা ইউনিয়ন যুবলীগের নেতা মাহতাব উদ্দিন গরম ‘হোটেল রিল্যাক্স’-এর আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে আসছেন। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে ওই হোটেল বন্ধ করে দেয়। এরপর থেকেই মাহতাব উদ্দিন ও ওসি তরিকুল ইসলাম মিলে আমাকে হয়রানি করছে।”

আব্দুল হান্নান আরও অভিযোগ করেন, “মাহতাব উদ্দিন গরম ও ওসি তরিকুল ইসলাম যেকোনো সময় আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। যদি আমি বা আমার পরিবারের কেউ কোনো দুর্ঘটনার শিকার হই, তাহলে এই দুজনকেই দায়ী করতে হবে।”

তিনি জানান, গত ৩ নভেম্বর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় এবং পরবর্তীতে তার ছেলে জুনায়েদকে মিথ্যা মামলায় আসামি করা হয়।

হান্নানের দাবি, “২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর থেকে এলাকার একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এলাকার অনৈতিক কাজে বাধা দেওয়াই আমার অপরাধ।”

সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি যদি কোনো হুমকি পান, থানায় জিডি করতে পারেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো নিরীহ মানুষকে হয়রানি করব না।”

Please Share This Post in Your Social Media

বিএনপি নেতার অভিযোগ

অস্বাভাবিক মৃত্যু হলে দায় নিতে হবে ওসিকে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
Update Time : ০৮:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান অভিযোগ করেছেন, তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আচমিতা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “আমি আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি। ওসি আমাকে গুরুত্ব দেন না, টাকাকেই কেয়ার করেন। আচমিতা ইউনিয়ন যুবলীগের নেতা মাহতাব উদ্দিন গরম ‘হোটেল রিল্যাক্স’-এর আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে আসছেন। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে ওই হোটেল বন্ধ করে দেয়। এরপর থেকেই মাহতাব উদ্দিন ও ওসি তরিকুল ইসলাম মিলে আমাকে হয়রানি করছে।”

আব্দুল হান্নান আরও অভিযোগ করেন, “মাহতাব উদ্দিন গরম ও ওসি তরিকুল ইসলাম যেকোনো সময় আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। যদি আমি বা আমার পরিবারের কেউ কোনো দুর্ঘটনার শিকার হই, তাহলে এই দুজনকেই দায়ী করতে হবে।”

তিনি জানান, গত ৩ নভেম্বর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় এবং পরবর্তীতে তার ছেলে জুনায়েদকে মিথ্যা মামলায় আসামি করা হয়।

হান্নানের দাবি, “২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর থেকে এলাকার একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এলাকার অনৈতিক কাজে বাধা দেওয়াই আমার অপরাধ।”

সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি যদি কোনো হুমকি পান, থানায় জিডি করতে পারেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো নিরীহ মানুষকে হয়রানি করব না।”