অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর প্রত্যাশা টাইগার নির্বাচকের

- Update Time : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৬৪ Time View
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স একেবারে হতাশাজনক। আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে কেবল ২ ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। আর এমন অবস্থায় টাইগারদের সামনে শেষ ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শক্তি বা সামর্থ্যের বিচারে অজিদের থেকে অনেক পিঁছিয়ে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবুও তাদের নিয়ে আশা দেখছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।
২০০৫ সালে বাংলাদেশ দল যখন প্রথমবার কার্ডিফে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তখন দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন বাশার। ২ যুগ পর এসে বর্তমানে জাতীয় দলের নির্বাচকের ভূমিকায় রয়েছেন তিনি। বাশার অবশ্য বিশ্বাস করেন বাংলাদেশ দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে চ্যালেঞ্জ জানাতে পারবে অজিদের।
পুনেতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার বলেন, ‘আমার মনে হয়, আমরা আমাদের সেরাটা খেলতে পারলে অবশ্যই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি। অস্ট্রেলিয়া খুব ভালো ফর্মে আছে। তাদের কিছু গেম চেঞ্জার আছে। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ- সবাই ভালো খেলোয়াড়। তবে কোনও দলই আনবিটেবল নয়। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা খেলার।’
‘বিশ্বকাপে আমরা যত ম্যাচই খেলেছি, প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। আপনি বিশ্বকাপ খেলতে আসবেন, এখানে দুর্বল প্রতিপক্ষ কেউ নেই। অস্ট্রেলিয়া নয়, এর আগে আমরা যত দলের সাথে খেলেছি সবাই শক্তিশালী ছিল। ওইভাবে চিন্তা করলে অস্ট্রেলিয়ার কোনও ম্যাচ হারার কথা না। অস্ট্রেলিয়া কিন্তু শুরুতে দুটি ম্যাচ হেরেছে।’-যোগ করেন বাশার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়