ব্রেকিং নিউজঃ
অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন

জামালপুর প্রতিনিধি
- Update Time : ১২:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২৪৭ Time View
জামালপুরের সাবেক সংসদ সদস্য ও সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তাহুরা আলী আর নেই।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হৃদ্যন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছিলেন এবং কয়েক সপ্তাহ ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বেগম তাহুরা আলীর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার বড় মেয়ে অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।
তাহুরা আলী জামালপুর থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন—১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত।