অভিনেত্রী পপি নিরাপত্তাহীনতায়
- Update Time : ১২:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৩৩ Time View
জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। সিনেমা নয়, পারিবারিক বিরোধের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পপি জানান, পারিবারিক সম্পত্তি ও জমি-সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে তাঁকে ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে তাঁর চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
পপির ভাষ্য, ‘বছরখানেক ধরে এই ভয়ভীতি বেড়ে চলেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও খুলনায় যাওয়ার সাহস হয়নি। নিখুঁত পরিকল্পনা করে তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।
পপির অভিযোগ, ২০০৭ সালে তাঁর চাচা কবির হোসেনের কাছ থেকে কেনা জমির দলিল থাকলেও বর্তমানে তাঁর চাচাতো বোন মুক্তা ও তারেক দখল করে রেখেছেন। জমি ব্যবহার করতে গেলে নানা ভয়-ভীতি দেখানো হয়। এ ছাড়া পপি দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাঁকে হয়রানি করা হয়েছে। তিনি প্রশাসনে আবেদন জানিয়েছেন বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য। অভিযোগে উল্লিখিত তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, ‘বিষয়টি ভিত্তিহীন। আমি কোনো হুমকি-ধমকি দিইনি।’
চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন এবং সংবাদ সম্মেলন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































