ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার সাবেক এমপিকে কারাগারে প্রেরণ আওয়ামী লীগ নেতা এখনও চেয়ারম্যানের দায়িত্বে বহাল রয়েছেন রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেয়া হবে- পরিবেশ উপদেষ্টা এসএসসি পরীক্ষা: মোরেলঞ্জে দায়িত্ব অবহেলার কারনে ৯ শিক্ষককে বহিস্কার চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা এলাকা পরিদর্শন জাতীয় প্রেস ক্লাবে অবিলম্বে নির্বাচন দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার সিরিজ অনুষ্ঠিত

অবমুক্ত লিমন আহমেদের ‘বড় মেয়ে’

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ১৫৫ Time View

সম্প্রতি নিজের লুক নিয়ে নতুনভাবেই যেন আলোচ্য রুনা খান। তাই এই নতুন রুনা খানের কোন কাজটি আসছে তা নিয়েও কৌতূহল অনেক।
গেল ঈদে কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটকটি। এতে নাম ভুমিকায় ছিলেন রুনা খান।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ।

নাটকটির প্লট-গল্প ও অভিনয় নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ইউটিউব ভিত্তিক একাধিক নাটকে অশ্লীলতার চুড়ান্তকরণের এই সময়ে এমন ক্ল্যাসিক একটি প্লট নিয়ে তৈরি কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠেছে।

পাশাপাশি উঠে এসেছে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প।
কিছু কাজের ক্ষেত্রে মাধ্যম বা কোন ধারার কাজ সেটি বিবেচ্য হয়ে ওঠে না। বিবেচ্য হয় গল্পটা। এই কাজটি তেমন।

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক মেঘে ঢাকা তারা নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে।

এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেওয়ার চেষ্টা করেছি বড় মেয়ে নাটকটিতে।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে ৭ জুলাই নাটকটি অবমুক্ত হয়। এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী,সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া,মিথুন আহমেদ,সাজন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

অবমুক্ত লিমন আহমেদের ‘বড় মেয়ে’

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১১:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

সম্প্রতি নিজের লুক নিয়ে নতুনভাবেই যেন আলোচ্য রুনা খান। তাই এই নতুন রুনা খানের কোন কাজটি আসছে তা নিয়েও কৌতূহল অনেক।
গেল ঈদে কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে বড় মেয়ে নাটকটি। এতে নাম ভুমিকায় ছিলেন রুনা খান।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ।

নাটকটির প্লট-গল্প ও অভিনয় নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ইউটিউব ভিত্তিক একাধিক নাটকে অশ্লীলতার চুড়ান্তকরণের এই সময়ে এমন ক্ল্যাসিক একটি প্লট নিয়ে তৈরি কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এ নাটকে ফুটে উঠেছে।

পাশাপাশি উঠে এসেছে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প।
কিছু কাজের ক্ষেত্রে মাধ্যম বা কোন ধারার কাজ সেটি বিবেচ্য হয়ে ওঠে না। বিবেচ্য হয় গল্পটা। এই কাজটি তেমন।

নাট্যকার লিমন আহমেদ বলেন, বহু বছর আগে ঋত্বিক ঘটক মেঘে ঢাকা তারা নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান। আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে।

এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেওয়ার চেষ্টা করেছি বড় মেয়ে নাটকটিতে।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে ৭ জুলাই নাটকটি অবমুক্ত হয়। এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী,সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া,মিথুন আহমেদ,সাজন প্রমুখ।