‘অফিসিয়ালি গ্রাজুয়েট’ হলেন তমা মির্জা

- Update Time : ১২:৪৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ৪১৩ Time View
নারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
অভিনয় সামলে রোববার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনেও অংশ নিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন তমা।
‘সুড়ঙ্গ’ সিনেমার দুর্দান্ত অভিনয় করা তমা এই ডিগ্রি অর্জনের নাম দিয়েছেন ‘অফিসিয়ালি গ্রাজুয়েট’।
তাঁর সঙ্গে সমাবর্তনে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে তমা মির্জা লিখেছেন, ‘তুমি যদি স্বপ্ন দেখো, তবে তুমি এটা করতে পারবে। সব গ্রাজুয়েটকে অভিনন্দন।’
নিজেকে ‘অফিসিয়ালি গ্রাজুয়েট’ উল্লেখ করে তমা তাঁর বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন।
একই সঙ্গে সমাবর্তনের গাউন পরে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।
গেল ঈদে মুক্তি পায় রায়হান রাফির চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।
এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর। এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়