অপহরণের নাটক সাজিয়ে বাবার নিকট ছেলের অর্থ আদায়ের চেষ্টা, আটক ২
- Update Time : ০২:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৯ Time View
অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার নিকট অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ছেলেসহ দুইজনকে আটক করেছে ডিবি।
এ ঘটনায় অপহরণ নাটকের কথিত ভিকটিম মোঃ মুছা শিকদার(২৮) ও তার সহযোগী মোঃ পারভেজ (২০) কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দুপুরে যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মোঃ মুছা শিকদার (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় তার ভাই মাহাবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি হারানো জিডি করেন।
সেই হারানো জিডির ছায়া তদন্ত করে গতকাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজধানীর ওয়ারী এলাকা থেকে মোঃ মুছা শিকদার ও তার সহযোগী মোঃ পারভেজকে আটক করা হয়।
ডিবি সূত্রে আরো জানানো হয়, মোঃ মুছা শিকদার নারায়নগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করে। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয়। কৌশলে তার বাবার কাছ থেকে সেই টাকা যোগাড় করার জন্য মোঃ মুছা শিকদার নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজায়।
পরবর্তীতে তার পরিচিত মোঃ পারভেজকে দিয়ে তার বাবার নিকট টাকা চাইতে থাকে এবং হুমকি দেয় যে, টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে।
এরই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার আসল রহস্য উদঘাটন করে গোয়েন্দা ওয়ারী বিভাগ এবং ওয়ারী এলাকা থেকে তাদের দুইজনকে আটক করে হেফাজতে নেয়া হয়।