ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ২৪ ঘণ্টার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয় আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অটোরিকশা চালকের হামলায় পুলিশ কনস্টেবল আহত

মো: হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ১০২ Time View

গাজীপুর মহানগর টঙ্গী স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে আহত করেছে এক অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মোঃ সাইদ (সিরা টেঙ্গো-১১) দায়িত্ব পালনকালে এক অটোরিকশা চালককে মূল সড়কে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কনস্টেবল সাইদ তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফাটিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক মোস্তাকিন (৩৫), পিতা মৃত তৈয়ব আলী, গ্রাম শিবপাশা, থানা আজমিরিগঞ্জ, জেলা হবিগঞ্জ; বর্তমান ঠিকানা দত্তপাড়া কসাইবাড়ি, গাড়ি থেকে নেমে কনস্টেবল সাইদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয় লোকজন আহত কনস্টেবলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ হামলাকারী অটোরিকশা চালক মোস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের একজন কর্মকর্তার উপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

অটোরিকশা চালকের হামলায় পুলিশ কনস্টেবল আহত

মো: হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

গাজীপুর মহানগর টঙ্গী স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে আহত করেছে এক অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মোঃ সাইদ (সিরা টেঙ্গো-১১) দায়িত্ব পালনকালে এক অটোরিকশা চালককে মূল সড়কে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কনস্টেবল সাইদ তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফাটিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক মোস্তাকিন (৩৫), পিতা মৃত তৈয়ব আলী, গ্রাম শিবপাশা, থানা আজমিরিগঞ্জ, জেলা হবিগঞ্জ; বর্তমান ঠিকানা দত্তপাড়া কসাইবাড়ি, গাড়ি থেকে নেমে কনস্টেবল সাইদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয় লোকজন আহত কনস্টেবলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ হামলাকারী অটোরিকশা চালক মোস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের একজন কর্মকর্তার উপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।