ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে শতভাগ স্বচ্ছতা

আল-আমিন, নীলফামারী
  • Update Time : ১২:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ২৮৬ Time View

নীলফামারীতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষে ৬০ জনকে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য অপেক্ষমান একশত সতেরো জন পরীক্ষার্থীকে সুপারিশ করা হয়েছে।

গত ২৫ আগস্ট/২৩ নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে জেলার ৬০ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকল নিয়ম কানুন মেনে পরীক্ষাকার্য সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের নিয়োগে সুপারিশ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার্থীসহ অবিভাবকরা।

সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সাগর আলী (৩০) বলেন, ইউনিয়ন পরিষদের পরীক্ষায় আমার জানামতে কোন অনিয়ম হয়নি। যোগ্য প্রার্থিদের চাকুরী দেওয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

জলঢাকা উপজেলার শৌলমাড়ী ইউনিয়নের অমিত রায় (৪৫) বলেন, এখনকার যুগে সরকারী চাকুরী হচ্ছে সোনার হরিণ। আমরা জানি এই সোনার হরিণকে ধরতে লাগে অনেক টাকা। কিন্তু ইউনিয়ন পরিষদের নিয়োগ পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে তাতে আমার ধারণা পাল্টে গেছে। এখানে কোন প্রকার অনিয়ম কিংবা লেন-দেনের কথা আমার কানে আসেনি। তাই জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমাদের দাবী সকল চাকুরীর পরীক্ষা যেন সুষ্ঠভাবে সম্পন্ন করে যোগ্য প্রার্থিদের নিয়োগ দেওয়া হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১৪৩ জন, অনুপস্থিত ১০৫৯ জন ও বহিস্কৃত ৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ২৭ আগস্ট হতে ২৯ আগস্ট পর্যন্ত গ্রহণ করা হয়। পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থী ১৯৫ জন, অনুপস্থিত পরীক্ষার্থী ০৩ জন এবং বহিস্কৃত পরীক্ষার্থী ১৭ জন। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিধি অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণপূর্বক ৬০ জনকে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়।

নীলফামারী সদর উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে পরীক্ষার্থী নাসরিন আক্তার (রোল ২৯৫৫) বলেন, এরকম সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আমি এর আগে কখনো দেই নাই। এজন্য জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।সেইসাথে আমার দাবি সকল চাকুরির নিয়োগ পরীক্ষা যেন এভাবে সুষ্ঠু পরিবেশে সম্পুর্ন হয়।

জানতে চাইলে নীলফামারী স্থানীয় সরকারের উপ-পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ সাইফুর রহমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন সর্বস্তরে স্বচ্ছতা ফিরে আসুক। তারই লক্ষ হিসেবে নীলফামারীতে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতাকে যাচাই-বাছাই করে জেলার ৬০ ইউনিয়নে ৬০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে শতভাগ স্বচ্ছতা

Update Time : ১২:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

নীলফামারীতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষে ৬০ জনকে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য অপেক্ষমান একশত সতেরো জন পরীক্ষার্থীকে সুপারিশ করা হয়েছে।

গত ২৫ আগস্ট/২৩ নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে জেলার ৬০ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকল নিয়ম কানুন মেনে পরীক্ষাকার্য সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের নিয়োগে সুপারিশ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার্থীসহ অবিভাবকরা।

সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সাগর আলী (৩০) বলেন, ইউনিয়ন পরিষদের পরীক্ষায় আমার জানামতে কোন অনিয়ম হয়নি। যোগ্য প্রার্থিদের চাকুরী দেওয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

জলঢাকা উপজেলার শৌলমাড়ী ইউনিয়নের অমিত রায় (৪৫) বলেন, এখনকার যুগে সরকারী চাকুরী হচ্ছে সোনার হরিণ। আমরা জানি এই সোনার হরিণকে ধরতে লাগে অনেক টাকা। কিন্তু ইউনিয়ন পরিষদের নিয়োগ পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে তাতে আমার ধারণা পাল্টে গেছে। এখানে কোন প্রকার অনিয়ম কিংবা লেন-দেনের কথা আমার কানে আসেনি। তাই জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমাদের দাবী সকল চাকুরীর পরীক্ষা যেন সুষ্ঠভাবে সম্পন্ন করে যোগ্য প্রার্থিদের নিয়োগ দেওয়া হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১৪৩ জন, অনুপস্থিত ১০৫৯ জন ও বহিস্কৃত ৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ২৭ আগস্ট হতে ২৯ আগস্ট পর্যন্ত গ্রহণ করা হয়। পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থী ১৯৫ জন, অনুপস্থিত পরীক্ষার্থী ০৩ জন এবং বহিস্কৃত পরীক্ষার্থী ১৭ জন। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিধি অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণপূর্বক ৬০ জনকে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়।

নীলফামারী সদর উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে পরীক্ষার্থী নাসরিন আক্তার (রোল ২৯৫৫) বলেন, এরকম সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আমি এর আগে কখনো দেই নাই। এজন্য জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।সেইসাথে আমার দাবি সকল চাকুরির নিয়োগ পরীক্ষা যেন এভাবে সুষ্ঠু পরিবেশে সম্পুর্ন হয়।

জানতে চাইলে নীলফামারী স্থানীয় সরকারের উপ-পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ সাইফুর রহমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন সর্বস্তরে স্বচ্ছতা ফিরে আসুক। তারই লক্ষ হিসেবে নীলফামারীতে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতাকে যাচাই-বাছাই করে জেলার ৬০ ইউনিয়নে ৬০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।