ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেটের কিনব্রিজের পাশে হবে নতুন সেতু সিলেটের ১০ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন রংপুরে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম, জাল ভোট দেওয়ার সময় আটক ২ পল্লী বিদ্যুৎ‌ সমিতির ভুল তথ্যের ভি‌ত্তিতে নারীকে থানায় ১০ ঘণ্টা আটক রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যের সাজা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর লাশ উদ্ধার হযরত শাহজালাল (রহ:) মাজারে ব্রিটিশ হাইকমিশনারের উপর গ্রেনেড হামলায় আহত হওয়ার ঘটনা রাষ্ট্রপতির সাথে আইআইইউসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে জাল টাকাসহ গ্রেপ্তার দৌলতপুরে আটকের পর মাদক বহনকারীকে ছেড়ে দেওযার অভিযোগ!

জেন্সি দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে : রিজভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৭:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ৫৮ Time View

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়। ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদের মদদ দিচ্ছে এ অবৈধ সরকার।

রিজভী আরও বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন ধরেই অসুস্থ। এছাড়া দুই বছর আগে মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদের তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনি তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন?

আজ কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয় প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজ যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে।

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে অতীতেও সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সাবেক এ ছাত্র নেতা বলেন, দল ভাঙার চেষ্টা করেছে, পারেনি। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারেনি। এবারও পারবে না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর– এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে- এ খবর শুধু মিথ্যা নয়, এটা একটি নোংরামি।

Please Share This Post in Your Social Media

জেন্সি দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে : রিজভী

Update Time : ০৭:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়। ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদের মদদ দিচ্ছে এ অবৈধ সরকার।

রিজভী আরও বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন ধরেই অসুস্থ। এছাড়া দুই বছর আগে মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদের তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনি তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন?

আজ কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয় প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজ যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে।

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে অতীতেও সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সাবেক এ ছাত্র নেতা বলেন, দল ভাঙার চেষ্টা করেছে, পারেনি। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারেনি। এবারও পারবে না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর– এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে- এ খবর শুধু মিথ্যা নয়, এটা একটি নোংরামি।