ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১

ফের ঢাকা কলেজের বাস ভাঙল আইডিয়াল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ২৪৩ Time View

আবারো আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা কলেজের বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মারধরে ঢাকা কলেজের ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে উচ্চমাধ্যমিক শ্রেণির পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে কলেজে ফেরার পথে এই ঘটনা ঘটে।

কলেজ প্রশাসন জানিয়েছে, ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত পুষ্পক বাসের (ঢাকা মেট্রো-স ১১০৫৫৪) লুকিং গ্লাস এবং জানালা ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং চালকের বর্ণনা অনুযায়ী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এরকম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এর আগেও চলতি বছরের ২ মার্চ দুপুর একটার দিকে উত্তরায় শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হাতে ভাঙচুরের শিকার হয়। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ঢাকা কলেজের বাস ভাঙ্গা হলো। শিক্ষার্থীরা যদি প্রতিষ্ঠানের গাড়িতেও নিরাপদ না থাকে তবে কোথায় যাবো আমরা।

অপরদিকে বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরা। ভাঙ্গা বাস কলেজ ক্যাম্পাসে আসার পর অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ ইউসুফ।

Please Share This Post in Your Social Media

ফের ঢাকা কলেজের বাস ভাঙল আইডিয়াল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

আবারো আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা কলেজের বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মারধরে ঢাকা কলেজের ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে উচ্চমাধ্যমিক শ্রেণির পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে কলেজে ফেরার পথে এই ঘটনা ঘটে।

কলেজ প্রশাসন জানিয়েছে, ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত পুষ্পক বাসের (ঢাকা মেট্রো-স ১১০৫৫৪) লুকিং গ্লাস এবং জানালা ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং চালকের বর্ণনা অনুযায়ী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এরকম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এর আগেও চলতি বছরের ২ মার্চ দুপুর একটার দিকে উত্তরায় শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হাতে ভাঙচুরের শিকার হয়। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ঢাকা কলেজের বাস ভাঙ্গা হলো। শিক্ষার্থীরা যদি প্রতিষ্ঠানের গাড়িতেও নিরাপদ না থাকে তবে কোথায় যাবো আমরা।

অপরদিকে বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরা। ভাঙ্গা বাস কলেজ ক্যাম্পাসে আসার পর অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ ইউসুফ।