আওয়ামী লীগও জানে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না
জনগণ এবার ফুঁসে উঠেছে : দুলু

- Update Time : ০৮:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১১৮ Time View
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে যারা অবৈধভাবে ক্ষমতায় রয়েছে তাদেরকে বাদ দিয়ে আগামী দিনে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন, যে নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান অংশ নিতে পারবেন, যে নির্বাচনে ডা. জোবায়দা রহমান অংশ নিতে পারবেন, যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো সেই নির্বাচন বাংলাদেশে হবে। এ ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, জনগণ এবার ফুঁসে উঠেছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র, আমেরিকা বলেন ইউরোপ বলেন ভারত বলেন জাতিসংঘ বলেন সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তারা চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। সে নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগও জানে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। তবুও তাদের এতো আস্ফালন কেন জানেন? তাদের কর্মী ও নেতাদেরকে ঠিক রাখার জন্য। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই সাংগঠনিক সম্পাদক।
উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়