ব্রিকস সম্মেলনে অপমানিত বোধ করে বিমান থেকে নামতে অস্বীকৃতি নরেন্দ্র মোদির

- Update Time : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১০৭ Time View
ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে অপমানিত বোধ করে বিমান থেকে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দক্ষিণ আফ্রিকায় ‘দ্য ম্যাভেরিক’ নামে এক গণমাধ্যমে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিজে এসে স্বাগত জানান। কিন্তু মোদিকে গত ২২ আগস্ট জোহানেসবার্গের কাছে প্রিটোরিয়ায় ওয়াটারক্লুফ বিমানঘাঁটিতে স্বাগত জানাতে দেশটি মাত্র একজন মন্ত্রীকে পাঠায়।
রিপোর্টে বলা হয়েছে, রামাফোসা ডেপুটি প্রেসিডেন্ট পল মাশাটাইলকে মোদিকে স্বাগত জানাতে ওয়াটারক্লুফে পাঠান। এ নিয়ে বেজায় নাখোশ হন মোদি।
আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিরকো) একটি ঘটনা নিশ্চিত করেছে যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বিমান থেকে নামতে অস্বীকার করেছিলেন কারণ রাষ্ট্রপতি সিরিল রামাফোসা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন না।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে একজন মন্ত্রিপরিষদ মন্ত্রী বেসে ছিলেন, কিন্তু তিনি বিমান থেকে নামতে রাজি হননি।
অন্যদিকে, প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সোমবার রাতে স্যান্ডটন কনভেনশন সেন্টারে ১৫ তম ব্রিকস সম্মেলনে আসার সময় চীনা রাষ্ট্রপতি শি জিনপিংকে অভ্যর্থনা জানাতে ব্যক্তিগতভাবে টারমাকে ছিলেন, ডেইলি ম্যাভেরিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে।
দ্য ওয়াইর–এর প্রতিবেদন অনুযায়ী, ভারত থেকে সাইবার আক্রমণের অভিযোগ এনেছেন দ্য ম্যাভেরিকের প্রধান নির্বাহী স্টাইলি চারালামবস।
ভারতীয় গণমাধ্যম ‘স্ক্রোল.ইন’কে তিনি বলেছেন, ওই প্রতিবেদন যাতে দেখা না যায়, সে জন্য ভারত থেকে সাইবার আক্রমণ চালানো হয়। সেই হানাকে বলা হচ্ছে ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস’ বা ‘ডিডিওএস’। এর মাধ্যমে ওয়েবসাইটের সার্ভারকে ব্যাপক ইন্টারনেট ট্রাফিক দিয়ে প্লাবিত করে দেওয়া হয়, যাতে ব্যবহারকারীরা তাতে ঢুকতে না পারেন।
অবশেষে, রামাফোসা ডেপুটি প্রেসিডেন্ট পল মাশাটাইলকে পাঠান, যিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে একটি সরকারী রাষ্ট্রীয় সফর ত্যাগ করেছিলেন, মোদীকে স্বাগত জানাতে, যিনি অভিযোগ করেন যে একজন মন্ত্রী তাকে গ্রহণ করতে চাননি।
আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতার মুখপাত্র লুঙ্গা নেগক্যানগ্যালিলি, ভারতীয় প্রতিনিধিদের কাছ থেকে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করে বলেছেন, কর্মক্ষেত্রে সফরের সময় মন্ত্রীদের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানানো সাধারণ ব্যাপার।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী নালেদি পান্ডোর যখন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে স্বাগত জানান তখন কোনো সমস্যা ছিল না। “অবশ্যই [ভারত সরকার] জানত কে প্রধানমন্ত্রীকে গ্রহণ করবে। বেশিরভাগ ক্ষেত্রে, মন্ত্রীরা রাষ্ট্রপ্রধানদের [কাজ পরিদর্শনের সময়] গ্রহণ করেন, অথবা রাষ্ট্রপতি নিজে যদি তিনি সময় করতে পারেন।”
দ্য ম্যাভেরিক তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, কঠিন ত্রিভুজ প্রেম: রামাফোসা যখন শির দিকে মনোনিবেশ করলেন, তখন মোদি ক্ষেপে গেলেন এবং বিমান থেকে নামতে অস্বীকৃতি জানালেন। এতে আরও বলা হয়েছে, ব্রিকসের সম্মেলনের আগে দক্ষিণ আফিকার সরকার শির জন্য রাষ্ট্রীয় সফরের আয়োজন করেছে কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে মোদির জন্য একই আয়োজন করতে পারল না।
এই প্রতিবেদন যেন ভারতবাসী পড়তে না পারে তাই তাতে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে এই রিপোর্টের কথা নাকচ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। একইসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে আজ বৃহস্পতিবার সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়াকে নতুন সদস্য রাষ্ট্র হিসেবে ব্রিকস জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান, বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনের শেষ দিনে ছয়টি দেশকে ব্রিকসের পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।