বড় সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই প্লেন

- Update Time : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৯৬ Time View
ভারতের দিল্লি বিমানবন্দারে অল্পের জন্য রক্ষা পেলো দুই প্লেনের যাত্রী। বুধবার (২৩ আগস্ট) বিমান বন্দরটি থেকে যখন একটি প্লেনকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয় ঠিক একই সময়ে অন্য একটি ছিল নামার অপেক্ষায়।
এমন পরিস্থিতি কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশনায় উড্ডয়ন বাতিল করা হয়। এতে বড় সংঘর্ষ থেকে রক্ষা পায় প্লেন দুইটি। খবর এনডিটিভির।
জানা গেছে, দিল্লি থেকে বাগডোগরার ইউকে৭২৭ ফ্লাইটি সদ্য উদ্বোধন করা রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন আহমেদাবাদ থেকে দিল্লির ভিস্তারা ফ্লাইটটি একই রানওয়েতে অবতরণ করে এগিয়ে যাচ্ছিল।
দুইটি প্লেনকেই একই এই অনুমোদন দেওয়া হয়। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) নির্দেশনা দিয়ে উড্ডয়ন বন্ধ করে দেয়।
দিল্লি-বাগডোগরা ফ্লাইটটি উড্ডয়ন বাতিল হওয়ার পরপরই সক্রিয় রানওয়ে থেকে পার্কিং বে-তে ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, সঠিক সময়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, টেক-অফ ও ল্যান্ডিং প্রক্রিয়া চলাকালীন কোনো বিমান বা যান চলাচলের অনুমতি নেই।
একটি সূত্র জানায়, বাগডোগরার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটের পাইলট যখন জানান এটিসি-এর নির্দেশের কারণে প্লেনটি উড্ডয়ন করবে না তখন যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।