ছাত্রলীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

- Update Time : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৮৮ Time View
নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ায় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়েছে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থর নির্দেশে গত শুক্রবার (১৮ আগস্ট) বিনা অপরাধে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পরে আজ রোববার (২০ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে অব্যাহতি পাওয়া রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিক আফজাল সজিব, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান, রায়পুরা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাপস কুমার বিশ্বাস, রায়পুরা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাদুসুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন আহম্মেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে তানভীর জানান, গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নেতা-কর্মীসহ অংশগ্রহণ করেন।
এতে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহম্মেদ পার্থ তাঁর উপর ক্ষিপ্ত হয়। এরই প্রেক্ষিতে এমপির ছেলের নির্দেশে রায়পুরা পৌরসভা ছাত্রলীগ গত শুক্রবার কোন রকম কারন দশানো ছাড়াই বিনা দোষে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাঁকে পদ থেকে অব্যাহতি প্রদান করে। এতে তৃনমূল ছাত্রলীগ কর্মীরা মমার্হত হয়েছে। তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নিকট বহিস্কার প্রত্যাহারের অনুরোধ জানান।