কেশরহাট প্রদীপ্ত সাহিত্যাসরের ৭১ তম সাহিত্যসভা অনুষ্ঠিত

- Update Time : ০৮:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ৩৬৭ Time View
রাজশাহীর মোহনপুর উপজেলার সাহিত্যের বাতিঘর কেশরহাট প্রদীপ্ত সাহিত্যাসরের ৭১ তম মাসিক সাহিত্যসভা ১৯ আগস্ট (শনিবার) বিকেলে মোহনপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্যসভায় সভাপতিত্ব করেন প্রদীপ্ত সাহিত্যাসরের সভাপতি অধ্যাপক মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও সাহিত্যীক দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি।
উক্ত সভায় নাট্যকার ও সাহিত্যীক দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জির মহাকাব্য ও মোঃ আমজাদ হোসেনের কাব্যগ্রন্থ ‘আবির’ সম্পর্কে বিশ্লেষণ ও বাংলা সাহিত্যের নানামুখী দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেশরহাট প্রদীপ্ত সাহিত্যাসরের সাধারণ-সম্পাদক মোঃ জামিলুর রহমান সিন্দুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আইনাল হক, মোঃ ফজলে খোদা মিলন, মোঃ আজিজুল হক, মোঃ রবিউল করিম,ইলিয়াস রাজ,মোঃ আশরাফুল ইসলাম,মোঃ আফজাল হোসেনসহ আগত সাহিত্য অনুরাগী ও সুশীল ব্যক্তিবর্গ।
পরে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।