ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তথ্য, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টার শোক ‘রাষ্ট্রীয় পুরস্কার নিজ হাতে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন’ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম: শেখ হাসিনা ৩০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন জমা খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার সাড়ে ৩টায় খালেদা জিয়ার দাফন খালেদা জিয়ার মৃত্যুর খবরে জকসু নির্বাচন স্থগিত খালেদা জিয়ার মৃত্যুর পেছনে হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা

বেলজিয়ামে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ২৪১ Time View

ছবিঃ সংগৃহীত

বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোছা. শাহানারা খাতুন। এ সময় সভাপতিত্ব করেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

অনুষ্ঠান পরিচালনা করেন, প্রথম সচিব ও দূতাবাস প্রধান মো. রেজাউল ইসলাম, বক্তব্য দেন সহিদুল হক, মনির হোসেন পুলিন, জাহাঙ্গীর চৌধুরী রতন, রেজাউল ইসলাম খান, দাউদ খান সোহেল, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ।

দূতাবাসের কর্মকর্তারা জানান, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি পূরণ হলো, যা বেলজিয়ামে সদ্য আগত বাংলাদেশিদের নিয়মিতকরণে সহায়তা করবে।

অনুষ্ঠানে বেলজিয়াম প্রবাসীরা বাংলাদেশে দূতাবাস ব্রাসেলসে, ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান।

ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতা, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ই-পাসপোর্ট আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে। এছাড়া আবেদন ফরম পূরণের প্রক্রিয়াসহ এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়টি খুব শিগগিরই দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

বেলজিয়ামে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার
Update Time : ০৬:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোছা. শাহানারা খাতুন। এ সময় সভাপতিত্ব করেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

অনুষ্ঠান পরিচালনা করেন, প্রথম সচিব ও দূতাবাস প্রধান মো. রেজাউল ইসলাম, বক্তব্য দেন সহিদুল হক, মনির হোসেন পুলিন, জাহাঙ্গীর চৌধুরী রতন, রেজাউল ইসলাম খান, দাউদ খান সোহেল, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ।

দূতাবাসের কর্মকর্তারা জানান, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি পূরণ হলো, যা বেলজিয়ামে সদ্য আগত বাংলাদেশিদের নিয়মিতকরণে সহায়তা করবে।

অনুষ্ঠানে বেলজিয়াম প্রবাসীরা বাংলাদেশে দূতাবাস ব্রাসেলসে, ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান।

ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতা, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ই-পাসপোর্ট আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে। এছাড়া আবেদন ফরম পূরণের প্রক্রিয়াসহ এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়টি খুব শিগগিরই দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে বিস্তারিত জানানো হবে।