ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার বিএনপির ১১ টি সংগঠনের বাইরে কোন সংগঠন নেই বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

হিমাচলে নজিরবিহীন বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৯

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৬:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ২০৯ Time View

ছবিঃ সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে নজিরবিহীন বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এছাড়া, বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন আরও অন্তত সাতজন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিমাচলবাসীর কাছে চলতি বর্ষা মৌসুম যেন এক অভিশাপের নাম। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যটি স্মরণকালের ভয়াবহ বন্যায় রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে ওঠার আগেই আবারও নজিরবিহীন দুর্যোগের কবলে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনের অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যজুড়ে মারাত্মক ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিস্তীর্ণ শহরগুলো পানিতে তলিয়ে গেছে। মানুষ, গবাদিপশু এমনকি যানবাহনও পানিতে ভেসে গেছে এবং মৃত্যু হয়েছে মোট ৫৯ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন শিমলায়। সেখানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় একের পর এক ভূমিধসে আটকা পড়েছেন বাসিন্দারা। অসংখ্য হতাহতের পাশাপাশি মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতের সংখ্যাও বাড়ছে।

এছাড়া সড়ক ও মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরই মধ্যে প্রায় সাড়ে ৭শ’ সড়ক বন্ধ হয়ে গেছে। আরেক জেলা মান্ডিতেও পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার তীব্র স্রোতে ভেসে গিয়ে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে পার্শ্ববর্তী উত্তরাখন্ডেও প্রায় একই পরিস্থিতি। গত কয়েকদিন ধরে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বিভিন্ন স্থানে ভূমিধসের খবরও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এরই মধ্যে চলতি বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

হিমাচলে নজিরবিহীন বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৯

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৬:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

ভারতের হিমাচল প্রদেশে নজিরবিহীন বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এছাড়া, বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন আরও অন্তত সাতজন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিমাচলবাসীর কাছে চলতি বর্ষা মৌসুম যেন এক অভিশাপের নাম। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যটি স্মরণকালের ভয়াবহ বন্যায় রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে ওঠার আগেই আবারও নজিরবিহীন দুর্যোগের কবলে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনের অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যজুড়ে মারাত্মক ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিস্তীর্ণ শহরগুলো পানিতে তলিয়ে গেছে। মানুষ, গবাদিপশু এমনকি যানবাহনও পানিতে ভেসে গেছে এবং মৃত্যু হয়েছে মোট ৫৯ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন শিমলায়। সেখানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় একের পর এক ভূমিধসে আটকা পড়েছেন বাসিন্দারা। অসংখ্য হতাহতের পাশাপাশি মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতের সংখ্যাও বাড়ছে।

এছাড়া সড়ক ও মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরই মধ্যে প্রায় সাড়ে ৭শ’ সড়ক বন্ধ হয়ে গেছে। আরেক জেলা মান্ডিতেও পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার তীব্র স্রোতে ভেসে গিয়ে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে পার্শ্ববর্তী উত্তরাখন্ডেও প্রায় একই পরিস্থিতি। গত কয়েকদিন ধরে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বিভিন্ন স্থানে ভূমিধসের খবরও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এরই মধ্যে চলতি বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।