সিরিয়ায় সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় নিহত ৩৩

- Update Time : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৭৮ Time View
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশের মায়াদিন শহরে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ শনিবার এ তথ্য জানিয়েছে। যদিও এর আগে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল, এ হামলায় ২৬ জন নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বাহিনীর গাড়িতে চালানো এ জঙ্গি হামলা চলতি বছর সরকারি বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।
সিরিয়ায় ২০১৯ সালে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) তাদের সর্বশেষ ভূখণ্ডের ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু, মরুভূমির গোপন আস্তানা থেকে তারা মাঝে মধ্যেই অতর্কিত হামলা চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সেনাবাহিনীর গাড়িতে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩।’
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি শুক্রবার বলেছে, জিহাদিরা মায়াদিনের কাছের মরুভ‚মিতে সামরিক যান দুটি ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে। পরে আইএস হামলার দায় স্বীকার করে নিজেদের ‘আমাক বার্তা’য় বলেছে, তাদের যোদ্ধারা দুটি সামরিক যানে অতর্কিত হামলা চালিয়েছে এবং গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
এক সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, সন্ত্রাসী হামলায় বেশকিছু সেনা সদস্য হতাহত হয়েছে। আবদেল রহমান বলেন, আইএস স¤প্রতি সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তাদের লক্ষ্য বেশি সংখ্যক সামরিক সদস্যের প্রাণহানি ঘটানো।