গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

- Update Time : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ৩৪০ Time View
গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর প্রেসক্লাব ভবনের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আহাম্মেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার,যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, অধ্যাপক আমজাদ হোসেন,মোঃ আব্দুর রহমান,মোকছেদুল আলম লিটনসহ অন্যান্য সদস্যরা। সভায় বার্ষিক প্রতিবেদনসহ আয়ব্যয়ের রিপোর্ট অনুমোদন হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মোঃ আবিদ হোসেন বুলবুল,রায়হানুল ইসলাম আকন্দ, ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সাদেক আলী, মোঃ আব্দুস সালাম শান্ত,দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আল ও নতুন সদস্য মোকলেছুর রহমান,আমির হোসেন রিয়েল,রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা।