সমকামিতার অভিযোগ
কুয়েত ও লেবাননে ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ

- Update Time : ০৯:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ২৬৭ Time View
সময়ের আলোচিত সিনেমা ‘বার্বি’। যেখানে রূপান্তরকামী বা সমকামীর বিষয়টি দেখানো হয়েছে―এমন অভিযোগে কুয়েতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে একই অভিযোগে লেবাননে সিনেমাটি বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কুয়েতের সিনেমা সেন্সরশিপ কমিটির প্রধান লাফি আল-সুবেই জানিয়েছেন, ‘বার্বি’ কুয়েতি সমাজকে ভুল পথে চালিত করতে পারে।
এমনিতেই যেকোনো বিদেশি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয় সেন্সর কমিটি। ছবিতে যে দৃশ্য দেখানো হয়েছে, তা জনসাধারণের নীতি-নৈতিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের অধিবাসীরা অত্যন্ত রক্ষণশীল। সে কারণে সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে। তাই জাতিগত দিকে আঘাত হানে এমন কোনো চলচ্চিত্র সে দেশে প্রদর্শন করা যাবে না।
উল্লেখ্য, গত জুন মাসে ‘স্পাইডার-ম্যান অ্যানিমেশন’ নিষিদ্ধ করা হয়েছিল। যা হোক, ‘বার্বি’ বিশ্বের অন্যান্য দেশে দেখানো হলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দেখানো হচ্ছে না।
অন্যদিকে লেবাননে নিষিদ্ধ হয়েছে ছবিটি। সে দেশের সংস্কৃতিমন্ত্রী মহম্মদ মোর্তাদা জানিয়েছেন, ‘সমকামিতার প্রচার’ করার জন্য কর্তৃপক্ষকে এই সিনেমা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। যদিও ছবিটিতে সমকামী সম্পর্কের কোনো উল্লেখ নেই।