পরীমণির করা আবেদনের শুনানি পেছাল

- Update Time : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১৯২ Time View
মাদক মামলা বাতিল চেয়ে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির করা আবেদনের শুনানি পিছিয়েছে। গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে মামলা বাতিলের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।
কিন্তু পরীমণির আইনজীবী জেড আই খান পান্না অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান। পরে আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট।
জানা গেছে, আগামী সপ্তাহের গতকাল বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।
পরে ৩০ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ঢালিউড নায়িকা। মামলার চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।
২০২১ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। র্যাবের জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধারের কথা বলা হয়।