লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

- Update Time : ০১:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ২৪১ Time View
লালমনিরহাট জেলা কারাগারে নাজমুল হোসেন (৩৫) নামের এক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিলে কারাগারে স্ট্রোক মারা যান তিনি। মৃত নাজমুল হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের পশ্চিম বেজ গ্রাম এলাকার মৃত সোলেমান গণির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আশা এনজিওর দেয়া ৭৭ হাজার টাকার চেক ডিজওনার মামলায় গত জুলাই মাসের শেষ সপ্তাহে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
নিহতের ছোট ভাই শাহ হুমায়ুন কবির হিমেল জানান, হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র নিয়ে মঙ্গলবার সকালে লালমনিরহাট আদালতে দেয়া হয়। কিন্তু কারাগার কর্তৃপক্ষ বিকেলে জানান তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এখন তারা ভাইয়ের মরদেহ নেয়ার জন্য কারাগারে অপেক্ষা করছেন।
লালমনিরহাট জেল সুপার উমর ফারুক জানান, হঠাৎ বিকেলে নাজমুল নামের এক কয়েদি অসুস্থ হয়। দ্রুত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ করে কয়েদির পরিবারকে মরদেহ দেয়া হবে।