নগ্ন ভিডিও ধারণ করে ভাইরালের হুমকি, দুই নারীসহ গ্রেফতার ৫

- Update Time : ১১:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ২৭৬ Time View
রংপুরের বদরগঞ্জ উপজেলায় নগ্ন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আশরাফ আলী।
এর আগে সোমবার দিবাগত রাতে বদরগঞ্জ পৌরশহরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- পৌরশহরের চাঁদকুঠিরডাঙ্গা এলাকার নুরুন্নাহার বেগম শিল্পী, মুন্সিপাড়া এলাকার লিপি ইসলাম, বালুয়াভাটার মনজু পাইকাড়, গরুহাটির বেলাল হোসেন ও দুলাল মিয়া। এদের বিরুদ্ধে মাদক, চোরাচালান অপহরণসহ বহু মামলা রয়েছে। মঙ্গলবার তাদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই চক্রটি দীর্ঘদিন ধরে মানুষের সরলতার সুযোগ নিয়ে সর্বনাশ করছে। এদের বিরুদ্ধে এর আগে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার মামলা রয়েছে। ঘটনার সত্যতা পেয়ে তাদের গ্রেফতার করে মঙ্গলবার রংপুর জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতার চেষ্টা চলছে।