সফলভাবে অনুষ্ঠিত হলো জাপান–বাংলাদেশ বহুসাংস্কৃতিক সহশিক্ষা ফোরাম
- Update Time : ০৫:৩৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৯ Time View
নৈতিক সচেতনতা ও নৈতিক দায়িত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত জাপান–বাংলাদেশ বহুসাংস্কৃতিক সহশিক্ষা ফোরাম ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার নববয় কনভেনশন সেন্টারে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আন্তর্জাতিক ফোরামটি অনুষ্ঠিত হয়।
ফোরামটি যৌথভাবে আয়োজন করে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন এবং এশিয়া অ্যাসোসিয়েশন অব এডুকেশন অ্যান্ড এক্সচেঞ্জ (AAEE)। এতে বাংলাদেশ ও জাপান থেকে আগত খ্যাতনামা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী ও সিভিল সোসাইটির প্রতিনিধিসহ দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এ বছরের ফোরামের মূল প্রতিপাদ্য ছিল, নৈতিক সচেতনতা ও নৈতিক দায়িত্ববোধ গড়ে তোলা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক সংকট ও সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে নৈতিক নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।
সংলাপ, সাংস্কৃতিক বিনিময় ও একাডেমিক আলোচনার মাধ্যমে এই ফোরাম বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করেছে। একই সঙ্গে এ আয়োজন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), বিশেষ করে এসডিজি–১৭: লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
এসময় ফোরামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. ববি হাজ্জাজ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এবং একাডেমিক, নর্থ সাউথ ইউনিভার্সিটি।
তিনি তার বক্তব্যে নৈতিক নেতৃত্ব, দায়িত্বশীল রাজনীতি ও শিক্ষার মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আকিনোরি সেকি, প্রেসিডেন্ট এশিয়া অ্যাসোসিয়েশন অব এডুকেশন অ্যান্ড এক্সচেঞ্জ এবং প্রফেসর ও চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কমিটি, টোকিও কেইজাই ইউনিভার্সিটি, জাপান।
তিনি নৈতিকতা ও মূল্যবোধকে কেন্দ্র করে আন্তর্জাতিক সহযোগিতা ও তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরেন।
ফোরামের প্রোগ্রাম চেয়ার ছিলেন মি. মাইনুল ফয়সাল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।
ফোরামটিতে নৈতিকতা ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য—
• বাংলাদেশ ও জাপানের সাংস্কৃতিক পরিবেশনা, যা যৌথ মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।
• মূল প্রবন্ধ: নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে একসাথে ভবিষ্যৎ নির্মাণ।
• সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যক্রম বিষয়ক ট্রানজিশন সেশন, যেখানে যুবনেতৃত্বাধীন ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ উপস্থাপন করা হয়।
• BJEP ২০২৫ অংশগ্রহণকারীদের উপস্থাপনা, যেখানে আন্তঃসাংস্কৃতিক শিক্ষার অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরা হয়।


































































































































































































