সিলেট -১ আসনে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন খন্দকার আব্দুল মুক্তাদির
- Update Time : ০৮:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৬১ Time View
সিলেটে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র জমা দেন। ইতোমধ্যে সিলেটের বেশ কয়েকটি আসনের বেশ কয়েকজন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
এরমধ্যে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র জমা দেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন আব্দুল মুক্তাদির।
এসময় তার সাথে সিলেট বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে, সিলেট -২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী তাহসিনা রশদী লুনা, ইলিয়াস পুত্র ব্যরিষ্টার আবরার ইলিয়াস অর্নব।সিলেট-৩ আসনে এম এ মালেক,সিলেট-৪ আসনে সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ মামুন, সিলেট- ৬ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, এমরান আহমদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন।





























































































































































































