যুক্তরাষ্ট্রে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার
- Update Time : ১০:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৪ Time View
আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার হিন্দুস্তান টাইমস স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানায়।
অভিযুক্তের নাম মনোজ লেলা (২২)। তিনি টেক্সাসের ডালাসে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের একজন শিক্ষার্থী। পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া এবং বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
ফ্রিসকো শহরের পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ এবং একাধিক হুমকির অভিযোগ জানানো হলে পুলিশ বিষয়টি তদন্তে নেয়।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগেই মনোজ পরিবারের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আবাসিক বা ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে, যা প্রথম শ্রেণির ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত।
এ ছাড়া পরিবারের সদস্যকে সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি লঘু অপরাধের মামলাও রয়েছে। এসব অভিযোগে মনোজ লেলার জামিন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ মার্কিন ডলার এবং সাড়ে ৩ হাজার মার্কিন ডলার।






























































































































































































