ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পা শেঠির বিকৃত ভিডিও ও ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১২ Time View

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। একের পর এক সমস্যায় জর্জরিত এই অভিনেত্রীর জন্য বছরটা মোটেই ভালো যাচ্ছে না।

সম্প্রতি ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় স্বামী রাজ কুন্দ্রাসহ আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি, যার জেরে আপাতত দেশ ছাড়ার অনুমতিও নেই এই দম্পতির। এরই মধ্যে এবার নতুন বিপাকে পড়লেন শিল্পা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একাধিক বিকৃত ও ভুয়া ছবি ছড়িয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের অভিযোগ তুলে শুক্রবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন শিল্পা শেঠি। গোটা বিষয়টি পর্যালোচনা করে আদালত এই ছবিগুলিকে ‘অত্যন্ত বিরক্তিকর ও মর্মান্তিক’ বলে মন্তব্য করেছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ায় নিজেকে আর নিরাপদ মনে করছিলেন না অভিনেত্রী। সেই কারণেই ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান রক্ষার দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হন।

শিল্পার অভিযোগ, তার অনুমতি ছাড়া কণ্ঠস্বর ও চেহারা নকল করে নানা ভিডিও ও ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে। এমনকি তার নামে বিভিন্ন বই ও ভিডিও বানিয়ে সেগুলি অবাধে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমনিতেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র। তার মধ্যে এই ধরনের বিকৃত ছবি ও কনটেন্ট ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ভ্রান্ত ও বিরূপ ধারণা তৈরি হতে পারে, এমন আশঙ্কাও তুলে ধরেন শিল্পা।

অভিযোগ শোনার পর বোম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অবিলম্বে শিল্পা শেঠির সব বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে সরিয়ে ফেলতে হবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কারো ছবি ব্যবহার করে এভাবে প্রকাশ্যে হেনস্তা করা দণ্ডনীয় অপরাধ।

শিল্পার পেশ করা স্ক্রিনশট খতিয়ে দেখে বিচারপতির মন্তব্য, এভাবে কারো ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনার অধিকার কোনো ব্যক্তি বা সংস্থার নেই। যেসব ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

শিল্পা শেঠির বিকৃত ভিডিও ও ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
Update Time : ০৯:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। একের পর এক সমস্যায় জর্জরিত এই অভিনেত্রীর জন্য বছরটা মোটেই ভালো যাচ্ছে না।

সম্প্রতি ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় স্বামী রাজ কুন্দ্রাসহ আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি, যার জেরে আপাতত দেশ ছাড়ার অনুমতিও নেই এই দম্পতির। এরই মধ্যে এবার নতুন বিপাকে পড়লেন শিল্পা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একাধিক বিকৃত ও ভুয়া ছবি ছড়িয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের অভিযোগ তুলে শুক্রবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন শিল্পা শেঠি। গোটা বিষয়টি পর্যালোচনা করে আদালত এই ছবিগুলিকে ‘অত্যন্ত বিরক্তিকর ও মর্মান্তিক’ বলে মন্তব্য করেছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ায় নিজেকে আর নিরাপদ মনে করছিলেন না অভিনেত্রী। সেই কারণেই ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান রক্ষার দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হন।

শিল্পার অভিযোগ, তার অনুমতি ছাড়া কণ্ঠস্বর ও চেহারা নকল করে নানা ভিডিও ও ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে। এমনকি তার নামে বিভিন্ন বই ও ভিডিও বানিয়ে সেগুলি অবাধে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমনিতেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র। তার মধ্যে এই ধরনের বিকৃত ছবি ও কনটেন্ট ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ভ্রান্ত ও বিরূপ ধারণা তৈরি হতে পারে, এমন আশঙ্কাও তুলে ধরেন শিল্পা।

অভিযোগ শোনার পর বোম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অবিলম্বে শিল্পা শেঠির সব বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে সরিয়ে ফেলতে হবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কারো ছবি ব্যবহার করে এভাবে প্রকাশ্যে হেনস্তা করা দণ্ডনীয় অপরাধ।

শিল্পার পেশ করা স্ক্রিনশট খতিয়ে দেখে বিচারপতির মন্তব্য, এভাবে কারো ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনার অধিকার কোনো ব্যক্তি বা সংস্থার নেই। যেসব ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।