তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিশোরগঞ্জে শুভেচ্ছা মিছিল
- Update Time : ১০:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২৫ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে শুভেচ্ছা মিছিল করেছেন বিএনপির নেতা কর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ শুভেচ্ছা মিছিল হয়।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। নেতা কর্মীরা মিছিলে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।






























































































































































































