তারেক রহমানের আগমন
বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
- Update Time : ০৪:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৩০ Time View
বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার জন্য বিমানবন্দর এলাকায় দর্শনার্থী প্রবেশের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে। আগামী ২৫ ডিসেম্বর দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধু টিকিটধারী যাত্রীদের বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই সময়ে যাত্রীদের সাথে আসা কোনো ব্যক্তি বা দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
নিরাপত্তা এবং বিমানবন্দরের কার্যক্রম সুশৃঙ্খল রাখার স্বার্থে কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সাথে, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও যাত্রীদের জন্য একটি বিশেষ পরামর্শ জারি করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশান অভিমুখী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট রাস্তা) বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের সকল যাত্রীকে ওই দিন যথেষ্ট সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।





























































































































































































