ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধুর’

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৫১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১৪ Time View

মন্দার অন্ধকার পেরিয়ে যেন বজ্রনিনাদের প্রত্যাবর্তন। একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। যে সিনেমাকে ঘিরে ছিল বিতর্ক আর আইনি জটিলতা, সেই ছবিই আজ বলিউডের হতে চলেছে নতুন গর্ব। হাজার কোটির ক্লাবে পৌঁছাতে চলেছে এই সিনেমা।

এখন নিঃসন্দেহে বলা যায়, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ দিয়েই রণবীর সিংয়ের ক্যারিয়ারের মন্দা অধ্যায়ের ইতি টানল। মুক্তির মাত্র স্বল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে একের পর এক ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে এই ছবি। আর সেই ধারাবাহিক সাফল্যের জোরেই এবার মেগাবাজেটের দক্ষিণী মহাকাব্য ‘বাহুবলী’-কেও টপকে হাজার কোটির ক্লাবে ঢোকার অপেক্ষায় রয়েছে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরেই বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ঝড় থামার কোনো লক্ষণ নেই। আইনি জটিলতা ও নানা বিতর্ক সত্ত্বেও গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির মাত্র তেরো দিনের মাথায়ই দেশ-বিদেশের দর্শকদের মন জয় করে নেয় ‘ধুরন্ধর’।

চলতি বছরের বক্স অফিস পরিসংখ্যানেও রীতিমতো এগিয়ে এই ছবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ কিংবা হৃতিক রোশনের ‘ওয়ার’—সব ক’টিকেই পিছনে ফেলে এবার এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর রেকর্ড ভাঙার পথে ‘ধুরন্ধর’। যেখানে ‘বাহুবলী’ জাতীয়স্তরে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর’ মাত্র ১৩ দিনেই সেই মাইলফলক অতিক্রম করেছে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতে ছবিটির আয় ৪৩৭.২৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ব্যবসা দাঁড়িয়েছে ৬৭৪.৫০ কোটি টাকায়। দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির রমরমা বাজারে বলিউডের পক্ষ থেকে যে এটি এক শক্ত জবাব, তা বলাই বাহুল্য।

প্রথম সপ্তাহে ভারতে ২০৭.২৫ কোটি টাকার ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহেও থামেনি জয়যাত্রা—এই সময়ে আরও ২৩০ কোটি টাকা যোগ করেছে ‘ধুরন্ধর’। সব মিলিয়ে জাতীয়স্তরে প্রায় ৪৩৮ কোটি টাকার ব্যবসা করে ২০২৫ সালের বক্স অফিসে ইতিহাস গড়েছে ছবিটি।

এই গতি বজায় থাকলে হাজার কোটির ক্লাবে প্রবেশ এখন কেবল সময়ের অপেক্ষা।

স্যাকনিল্ক রিপোর্ট অনুযায়ী, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধুরন্ধর’।

উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ মোট ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন প্রশ্ন একটাই—২০২৫ সালে কি সেই রেকর্ডও ভেঙে দেবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’? উত্তরের অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি।

Please Share This Post in Your Social Media

হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধুর’

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৫১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

মন্দার অন্ধকার পেরিয়ে যেন বজ্রনিনাদের প্রত্যাবর্তন। একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। যে সিনেমাকে ঘিরে ছিল বিতর্ক আর আইনি জটিলতা, সেই ছবিই আজ বলিউডের হতে চলেছে নতুন গর্ব। হাজার কোটির ক্লাবে পৌঁছাতে চলেছে এই সিনেমা।

এখন নিঃসন্দেহে বলা যায়, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ দিয়েই রণবীর সিংয়ের ক্যারিয়ারের মন্দা অধ্যায়ের ইতি টানল। মুক্তির মাত্র স্বল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে একের পর এক ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে এই ছবি। আর সেই ধারাবাহিক সাফল্যের জোরেই এবার মেগাবাজেটের দক্ষিণী মহাকাব্য ‘বাহুবলী’-কেও টপকে হাজার কোটির ক্লাবে ঢোকার অপেক্ষায় রয়েছে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরেই বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ঝড় থামার কোনো লক্ষণ নেই। আইনি জটিলতা ও নানা বিতর্ক সত্ত্বেও গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির মাত্র তেরো দিনের মাথায়ই দেশ-বিদেশের দর্শকদের মন জয় করে নেয় ‘ধুরন্ধর’।

চলতি বছরের বক্স অফিস পরিসংখ্যানেও রীতিমতো এগিয়ে এই ছবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ কিংবা হৃতিক রোশনের ‘ওয়ার’—সব ক’টিকেই পিছনে ফেলে এবার এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর রেকর্ড ভাঙার পথে ‘ধুরন্ধর’। যেখানে ‘বাহুবলী’ জাতীয়স্তরে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর’ মাত্র ১৩ দিনেই সেই মাইলফলক অতিক্রম করেছে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতে ছবিটির আয় ৪৩৭.২৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ব্যবসা দাঁড়িয়েছে ৬৭৪.৫০ কোটি টাকায়। দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির রমরমা বাজারে বলিউডের পক্ষ থেকে যে এটি এক শক্ত জবাব, তা বলাই বাহুল্য।

প্রথম সপ্তাহে ভারতে ২০৭.২৫ কোটি টাকার ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহেও থামেনি জয়যাত্রা—এই সময়ে আরও ২৩০ কোটি টাকা যোগ করেছে ‘ধুরন্ধর’। সব মিলিয়ে জাতীয়স্তরে প্রায় ৪৩৮ কোটি টাকার ব্যবসা করে ২০২৫ সালের বক্স অফিসে ইতিহাস গড়েছে ছবিটি।

এই গতি বজায় থাকলে হাজার কোটির ক্লাবে প্রবেশ এখন কেবল সময়ের অপেক্ষা।

স্যাকনিল্ক রিপোর্ট অনুযায়ী, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধুরন্ধর’।

উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ মোট ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন প্রশ্ন একটাই—২০২৫ সালে কি সেই রেকর্ডও ভেঙে দেবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’? উত্তরের অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি।