গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে টঙ্গীতে গণসংযোগ
- Update Time : ১২:৩৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৩২ Time View
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগতম জানিয়ে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে ব্যাপক গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি টঙ্গীর সেনা কল্যাণের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণকেও মিছিলে অংশ নিতে দেখা যায়। নেতাকর্মীরা জানান, বিএনপি মনোনীত প্রার্থী রনির পক্ষে এই গণসংযোগের মাধ্যমে তফসিল ঘোষণাকে স্বাগত এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। তারা বলেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে এ বিশ্বাস থেকেই মাঠে নেমেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। এজন্য আগামী দিনগুলোতে আরও ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ঘোষণা দেন তারা। এদিকে পুরো মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন,পশ্চিম থানার বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার,বিএনপি নেতা সফিক,আবুল হাশেম,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম,সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী,মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।























































































































































































