ডিএমটিসিএল
মেট্রোরেল বন্ধ, কর্মবিরতিতে কর্মীরা
- Update Time : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১৮ Time View
মেট্রোরেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার বেলা ৩টা থেকে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের (দিয়া বাড়ি-উত্তরা) সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন তারা। এ সময় ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন। পরে আন্দোলনকারীরা ফারুক আহমেদকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনকারীদের অনেকে এমডির কক্ষের সামনে অবস্থান নেন।
ডিএমটিসিএল এর কর্মকর্তা আকরাম হোসেন বলেন, ‘আমরা সর্বাত্মক কর্মবিরতিতে আছি। এ কারণে শুক্রবার কোনো ট্রেন ‘অপারেশনে’ যায়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতিতে থাকবো।’
শুক্রবার ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। এ দিন বেলা ৩টা থেকে ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও সাড়ে ৩টা পর্যন্ত কোনো ট্রেন স্টেশন ছাড়েনি।























































































































































































