ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের নিন্দা ও প্রতিবাদ
- Update Time : ১০:১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৯ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আলম কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলীর যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বুধবার রাজধানীর তেজগাঁও কলেজে মাদকসেবনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে এক ছাত্রকে হত্যা করে। ছাত্রদল নেতারা সেই হত্যাকাণ্ড শিবিরের উপর চাপানোর চেষ্টা করেছেন।
বিবৃতি আরও বলা হয়, ১৭ জুলাই ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে হত্যার ঘটনায় ইবি ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও ছাত্রদল নেত্রী মানসুরা আলম মিথ্যার আশ্রয় নিয়ে সাজিদ হত্যার দায় ইবি ছাত্রশিবিরের উপর চাপিয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, ছাত্রদল নেতারা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মানসুরা আলমের ভিত্তিহীন অভিযোগ ছাত্রদলের ঘৃণ্য লাশের রাজনীতি ও অপপ্রচারের একটি অংশ।
ছাত্রশিবির নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত থাকার অসংখ্য নজির রয়েছে। এসব দায় এড়াতেই তারা ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তারা ছাত্রদল নেতাদের প্রতি আহ্বান জানান, সাজিদ হত্যাকাণ্ডে ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়ার অসত্য বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতিতে ফিরে আসতে। নয়তো শিক্ষার্থীরা ছাত্রদলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।




















































































































































































