ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রিয়াজ মোর্শেদ
  • Update Time : ০৩:৩৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২৭ Time View

রাজধানীর লালবাগ চৌরাস্তার বনফুল মিস্টির দোকানের সামনে রিকশা থেকে লুটিয়ে পড়েন ছুরিকাঘাতে আহত মোঃ রিয়াজ (৩৫)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী মোঃ সিনহা জানান, রাত সোয়া ৮ টার একটু পর বনফুল মিস্টির দোকানের সামনে লোকজন ছোটাছুটি করতে দেখতে পাই। সেখানে গিয়ে দেখি এক ব্যাক্তি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজন মিলে দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর সূত্রে যানা যায়, নিহত রিয়াজ লালবাগ চৌরাস্তা ৮ নম্বর গলির ৪/৫ নম্বর বাড়ির বাসিন্দা। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। এক সন্তানের জনক রিয়াজ কয়েক মাস ধরে বেকার ছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী জানান, এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

খোঁজ নিয়ে আরও জানা যায়, নিহত রিয়াজের মা নাসিমা (৬০) একজন দরিদ্র গৃহকর্মী। স্বামী স্ট্রোকের পর সংসারের দায়িত্ব প্রায় একাই সামলাচ্ছেন। পাঁচ বছর হলো তার বিয়ে হয়েছে। তিন মাস ধরে বউয়ের সঙ্গে মনোমালিন্যের পর রিয়াজ মায়ের কাছে থাকতো।

নিহত রিয়াজ দীর্ঘদিন গাজীপুরের এপেক্স কারখানায় কাজ করেতেন। তিন মাস আগে চাকরি হারানোর পর মাঝে একটি বাসায় সিকিউরিটি গার্ডের কাজও করেছিলেন, তবে তা স্থায়ী হয়নি।

৮ নম্বর গলির স্থানীয় বাসিন্দা ও রিয়াজের বাবার বন্ধু মো. দিলিপি খান (৬০) বলেন, সন্ধ্যায় রিয়াজের সঙ্গে দেখা হয়। জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? সে বলল,  এই তো একটু সামনে। দুই ঘণ্টা পরে শুনলাম লালবাগ চৌরাস্তার সামনে রিকশা থেকে লুটিয়ে পড়েছে। পরে গিয়ে দেখি ছুরিকাঘাতে গুরুতর জখম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রিয়াজ মোর্শেদ
Update Time : ০৩:৩৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

রাজধানীর লালবাগ চৌরাস্তার বনফুল মিস্টির দোকানের সামনে রিকশা থেকে লুটিয়ে পড়েন ছুরিকাঘাতে আহত মোঃ রিয়াজ (৩৫)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী মোঃ সিনহা জানান, রাত সোয়া ৮ টার একটু পর বনফুল মিস্টির দোকানের সামনে লোকজন ছোটাছুটি করতে দেখতে পাই। সেখানে গিয়ে দেখি এক ব্যাক্তি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজন মিলে দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর সূত্রে যানা যায়, নিহত রিয়াজ লালবাগ চৌরাস্তা ৮ নম্বর গলির ৪/৫ নম্বর বাড়ির বাসিন্দা। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। এক সন্তানের জনক রিয়াজ কয়েক মাস ধরে বেকার ছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী জানান, এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

খোঁজ নিয়ে আরও জানা যায়, নিহত রিয়াজের মা নাসিমা (৬০) একজন দরিদ্র গৃহকর্মী। স্বামী স্ট্রোকের পর সংসারের দায়িত্ব প্রায় একাই সামলাচ্ছেন। পাঁচ বছর হলো তার বিয়ে হয়েছে। তিন মাস ধরে বউয়ের সঙ্গে মনোমালিন্যের পর রিয়াজ মায়ের কাছে থাকতো।

নিহত রিয়াজ দীর্ঘদিন গাজীপুরের এপেক্স কারখানায় কাজ করেতেন। তিন মাস আগে চাকরি হারানোর পর মাঝে একটি বাসায় সিকিউরিটি গার্ডের কাজও করেছিলেন, তবে তা স্থায়ী হয়নি।

৮ নম্বর গলির স্থানীয় বাসিন্দা ও রিয়াজের বাবার বন্ধু মো. দিলিপি খান (৬০) বলেন, সন্ধ্যায় রিয়াজের সঙ্গে দেখা হয়। জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? সে বলল,  এই তো একটু সামনে। দুই ঘণ্টা পরে শুনলাম লালবাগ চৌরাস্তার সামনে রিকশা থেকে লুটিয়ে পড়েছে। পরে গিয়ে দেখি ছুরিকাঘাতে গুরুতর জখম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন।