ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রিমান্ডে শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২৪ Time View

শওকত মাহমুদ।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না এ আদেশ দেন।

জ্যেষ্ঠ সাংবাদিক ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গত রোববার আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলয় গ্রেপ্তার দেখানো হয়।

আজ পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।

সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় দায়ের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও এ মামলার এফআইআরভুক্ত আসামি নন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত স্বীকার করেছেন যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। প্রাথমিকভাবে তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে এই দাবির সমর্থন পাওয়া গেছে।

এনায়েতকে ১৩ সেপ্টেম্বর ঢাকার মিন্টো রোড থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

১৪ সেপ্টেম্বরে রমনা থানার উপপরিদর্শক আজিজুল হাকিম এ মামলা দায়ের করেন।

 

Please Share This Post in Your Social Media

রিমান্ডে শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১০:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না এ আদেশ দেন।

জ্যেষ্ঠ সাংবাদিক ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গত রোববার আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলয় গ্রেপ্তার দেখানো হয়।

আজ পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।

সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় দায়ের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও এ মামলার এফআইআরভুক্ত আসামি নন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত স্বীকার করেছেন যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। প্রাথমিকভাবে তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে এই দাবির সমর্থন পাওয়া গেছে।

এনায়েতকে ১৩ সেপ্টেম্বর ঢাকার মিন্টো রোড থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

১৪ সেপ্টেম্বরে রমনা থানার উপপরিদর্শক আজিজুল হাকিম এ মামলা দায়ের করেন।