ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এনবিআর চেয়ারম্যান

অন্তর্বতী সরকারের আমলেই রাজস্বনীতি ও ব্যবস্থাপনা ‘দুই সচিব’ দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৯ Time View

রাজস্ব প্রশাসনে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে গঠিত ‘রাজস্বনীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ চলতি অন্তর্র্বতী সরকারের মেয়াদেই পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের আমলেই দুই বিভাগে দুই জন সচিব নিয়োগ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ”রাজস্বনীতি (পলিসি) ও কর ব্যবস্থাপনা আলাদা করার সব আইনি প্রক্রিয়া প্রায় সম্পন্ন। এখন দ্রুততার সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। অ্যালোকেশন অব বিজনেস ও রুলস অব বিজনেস প্রায় চূড়ান্ত ”।

তিনি আরো জানান, নতুন দুই বিভাগের অর্গানোগ্রাম ও সংশ্লিষ্ট কাঠামোর খসড়াও প্রায় চূড়ান্ত হয়েছে। আমলাতান্ত্রিক কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই দুটি বিভাগ চালু করা যাবে। এখন যে আমলাতান্ত্রিক প্রক্রিয়া আছে, আশা করছি, এ মাসের মধ্যেই শেষ হবে। সব ঠিকঠাক থাকলে অন্তর্র্বতী সরকারের আমলেই দুই বিভাগে দুই জন সচিব নিয়োগ পাওয়া যাবে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়,সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজস্বনীতি প্রণয়ন ও রাজস্ব আদায় ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক দুই বিভাগে ভাগ করা হলে নীতি ধারাবাহিকতা নিশ্চিত হওয়া, কর প্রশাসনের দক্ষতা বাড়া এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এনবিআর চেয়ারম্যান

অন্তর্বতী সরকারের আমলেই রাজস্বনীতি ও ব্যবস্থাপনা ‘দুই সচিব’ দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১২:৪৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

রাজস্ব প্রশাসনে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে গঠিত ‘রাজস্বনীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ চলতি অন্তর্র্বতী সরকারের মেয়াদেই পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের আমলেই দুই বিভাগে দুই জন সচিব নিয়োগ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ”রাজস্বনীতি (পলিসি) ও কর ব্যবস্থাপনা আলাদা করার সব আইনি প্রক্রিয়া প্রায় সম্পন্ন। এখন দ্রুততার সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। অ্যালোকেশন অব বিজনেস ও রুলস অব বিজনেস প্রায় চূড়ান্ত ”।

তিনি আরো জানান, নতুন দুই বিভাগের অর্গানোগ্রাম ও সংশ্লিষ্ট কাঠামোর খসড়াও প্রায় চূড়ান্ত হয়েছে। আমলাতান্ত্রিক কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই দুটি বিভাগ চালু করা যাবে। এখন যে আমলাতান্ত্রিক প্রক্রিয়া আছে, আশা করছি, এ মাসের মধ্যেই শেষ হবে। সব ঠিকঠাক থাকলে অন্তর্র্বতী সরকারের আমলেই দুই বিভাগে দুই জন সচিব নিয়োগ পাওয়া যাবে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়,সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজস্বনীতি প্রণয়ন ও রাজস্ব আদায় ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক দুই বিভাগে ভাগ করা হলে নীতি ধারাবাহিকতা নিশ্চিত হওয়া, কর প্রশাসনের দক্ষতা বাড়া এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।