আইএল টি-২০
অভিষেকেই দুই উইকেট নিলেন মুস্তাফিজ, তবু হারলো দল
- Update Time : ১২:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৩৬ Time View
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে বোলিং বেশ ভালোই করলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার প্রথম বলেই পেলেন উইকেট। পরে শিকার ধরলেন আরও একটি। ক্যাচও নিলেন দুটি। তবে হেরে গেল তার দল দুবাই ক্যাপিটালস।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। ‘ডট’ বল খেলান তিনি ১৩টি, নিজের শেষ ২ ওভারে দেন স্রেফ ৫ রান।
দুবাই ক্যাপিটালস ২০ ওভারে করে ৬ উইকেটে ১৬০ রান। গাল্ফ জায়ান্টস ৪ উইকেটে জিতে যায় ৭ বল বাকি থাকতে।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএল, পিএসএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার পর এবার আইএল টি-টোয়েন্টির অভিজ্ঞতা হলো ৩০ বছর বয়সী মুস্তাফিজের।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়েই দলকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজ। যেখানে বড় অবদান ফিল্ডার জর্ডান কক্সের। লেংথ বল মিড অনের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন রাহমানউল্লাহ গুরবাজ। সেখানে দাঁড়ানো কক্স শূন্যে লাফিয়ে এক হাতে মুঠোয় জমান বল।
প্রথম তিন বলে ১ রান দেওয়া মুস্তাফিজ শেষ তিন বলে দেন ১০। তাকে চার ও ছক্কা মারেন পাথুম নিসাঙ্কা।
মুস্তাফিজ আবার বোলিংয়ে আসেন পাওয়ার প্লের শেষ ওভারে। দ্বিতীয় বলে তার শর্ট ডেলিভারিতে চার মারেন জেমস ভিন্স। শেষ বলে ভিন্সের উইকেট পেতে পারতেন তিনি, কিন্তু ক্যাচ ফেলে উল্টো চার করে দেন ফিল্ডার ডেভিড উইলি। এই ওভারে আসে ১০ রান।
ঝড়ো ফিফটি করে যখন বিপজ্জনক হয়ে উঠেছিলেন নিসাঙ্কা, দ্বাদশ ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলেই শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে (৩১ বলে ৬৭) বিদায় করে দেন মুস্তাফিজ। স্লোয়ার ডেলিভারি উড়িয়ে মেরেছিলেন নিসাঙ্কা, লং-অনে ক্যাচ নেন কক্স। এই ওভারে স্রেফ ২ রান দেন মুস্তাফিজ।
কোটার শেষ ওভারটি করেন তিনি ষোড়শ ওভারে, এবারও নিয়ন্ত্রিত বোলিংয়ে দেন কেবল ৩ রান। এছাড়া লেগ বাই থেকে আসে এক রান।
মুস্তাফিজের বলে ১৩ রানে জীবন পেয়ে ৪৫ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন ভিন্স।
এবারের আসরে প্রথম দুই ম্যাচের দুটিই হারল দুবাই ক্যাপিটালস। আর গাল্ফ জায়ান্টস দুটিই জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

















































































































































































