সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঠিক করতে বৈঠকে ইসি
- Update Time : ০১:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৪৯ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঠিক করতে সভায় বসেছে নির্বাচন কমিশন। রোববার সকাল পৌনে ১১টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা হচ্ছে।
এর আগে আইনশৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয় সভা করেছে ইসি। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি অবহিত করতে ১০ ডিসেম্বর বঙ্গভবনে যাবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। এরপরে তফসিল ঘোষণা করবেন সিইসি।
সভায় আলোচ্যসূচিতে যা রয়েছে:
আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল পরবর্তী কার্যক্রম পর্যালোচনা;
গণভোট আয়োজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি;
মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময়ের বিষয়াদি;
রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত;
জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি ও এসওপি নির্ধারণ;
মহড়া ভোট থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা;
পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর ও বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ;
অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া পরিশোধ;
স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ সংক্রান্ত সিদ্ধান্ত;
রোববারের কমিশন সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। গেল বছর নভেম্বরে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করে। এরমধ্যে গণভোটের বিষয়টিও যুক্ত হয়। দলগুলোর নানা অবস্থানের মধ্যে সরকারের তরফে দুই নির্বাচন একসাথে করার ঘোষণা আগে।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হতে যাচ্ছে। এ ধারাবাহিকতায় নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি ভোটের তফসিল ঘোষণা করবে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ভোটের বাইরে থাকতে হচ্ছে দলটিকে।




















































































































































































