বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি- ড. আবদুল মঈন খাঁন
- Update Time : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ২২ Time View
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছে, বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। যার কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিবেসে রয়েছেন।
তিনি আজ বিকেলে নরসিংদীর পলাশে পলাশ থানা ও ঘোড়াশাল শহর ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় মঈন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোন হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই, যার কারণে দেশের সকল শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সব সময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামি দেশপ্রেমি মানুষটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। মঈন খান দেশের সকল মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোক্তমুক্তি ও সুস্থতা কামণায় দোয়া চান।
এসময় ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,
পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এছাত্তার,ঘোড়াশাল পৌরসভার সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিএনপির মিডিয়া সমম্নয়কারী হাজী জাহিদ। ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর।এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,পালাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন,পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভুইয়া,পলাশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন,পৌর ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামণা করে বিশেষ দোয় করা হয়। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়াও দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




































































































































































