কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল
- Update Time : ০৬:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ৪৮ Time View
কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দিনব্যাপী কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এ আয়োজন ঘিরে জনস্রোত তৈরি হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেনী পেশার সাধারণ মানুষ অংশ নেন। “আমিন, আমিন” ধ্বনিতে ঈদগাহ ময়দান এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
আয়োজকদের মতে, দেশজুড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে প্রার্থনার ঢেউ তৈরি হয়েছে—কিশোরগঞ্জের এই মাহফিল ছিল তারই এক প্রাণবন্ত প্রতিফলন। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বি এন পির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসরায়িল মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,ছাত্রদলের সাবেক সভাপতি নিশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



































































































































































