ডোমারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আলহেরা নুরানি একাডেমীর পরিচালক গ্রেপ্তার

- Update Time : ০৫:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ২৮৫ Time View
নীলফামারীর ডোমারে ১ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আলহেরা নুরানি একাডেমীর পরিচালক নুর আলমকে (৩২) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অভিযুক্ত নুর আলমকে প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩০/০৭/২০২৩ ইং তারিখে ঐ মেয়ে স্কুলে গেলে দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় নামাযের জন্য সকল শিক্ষার্থীদের পাঠালেও ভুক্তভোগী শিক্ষার্থীকে পাশের শ্রেণিকক্ষ পরিষ্কার করার কথা বলে শ্লীলতাহানি করে।
এসময় ছাত্রী কান্নাকাটি করলে অভিযুক্ত নুর আলম তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং অর্থের লোভ দেখায়। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারে কাছে জানালে মেয়ের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক নুর আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। যার মামলা নং- ০৯ তারিখ ০৩ আগষ্ট ২০২৩।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়