রূপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- Update Time : ০৮:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৮ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় , মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল ।
এসময় বক্তারা বলেন, আল্লাহ যাকে রাখেন তাকে মর্যাদার সঙ্গেই রাখেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মহান আল্লাহর বিশেষ রহমত আছে। তিনি সবসময়ই দেশের মানুষের জন্য কাজ করেছেন।
বেগম খালেদা জিয়া বারবার বলেছেন এ দেশেই তার জন্ম, এ দেশেই তার মৃত্যু হবে। তিনি কখনো দেশ ছাড়েননি। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশের মানুষের কল্যাণে আল্লাহর রহমত প্রার্থনা করছি।
বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় এবং মোনাজাত পরিচালনা করেন মুহতামিম সোনাব টেকপাড়া হাফিজিয়া মাদ্রাসার মফ্তি মহাদি হাসান ।
মাহফিল শেষে নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।


































































































