ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট হবে: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১০:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ২৩ Time View

৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা ডিসেম্বর, খুলনার বাবরী চত্তরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। আটদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ আগষ্টের পরে ইসলামী দলের কোন কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজীর কোন অভিযোগ আসে নাই। কিন্তু একটি দল চাঁদাবাজী, সন্ত্রাস করে যাচ্ছে। আমি দায় ও দরদ নিয়ে তাদেরকে এসব বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাচ্ছে, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। ছলে-বলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। বাংলাদেশে এটা হতে দেয়া হবে না। কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট আসবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, একটি দল বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। যারা শহিদ জিয়া ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিতে পারে না।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন,একাত্তরে দেশ স্বাধীন হয়েছিলো তিনটি মৌলিক শ্লোগানকে সামনে রেখে। বিগত ৫৪ বছরের কোন সরকারই এর কিঞ্চিত পরিমান বাস্তবায়ন করতে পারে নাই। ২৪ অনেক মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ২৪ এর প্রত্যাশাকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে বার্তা পাচ্ছি। এটা হতে দেয়া হবে না।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই জাতির প্রতি আহবান রেখে বলেন, কোন চাঁদাবাদের সহযোগী হবেন না। কোন টাকা পাচারকারী, সন্ত্রাসীর সহযোগী হবেন না।

বিভাগীয় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী,জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট হবে: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক
Update Time : ১০:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা ডিসেম্বর, খুলনার বাবরী চত্তরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। আটদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ আগষ্টের পরে ইসলামী দলের কোন কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজীর কোন অভিযোগ আসে নাই। কিন্তু একটি দল চাঁদাবাজী, সন্ত্রাস করে যাচ্ছে। আমি দায় ও দরদ নিয়ে তাদেরকে এসব বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাচ্ছে, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। ছলে-বলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। বাংলাদেশে এটা হতে দেয়া হবে না। কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট আসবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, একটি দল বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। যারা শহিদ জিয়া ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিতে পারে না।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন,একাত্তরে দেশ স্বাধীন হয়েছিলো তিনটি মৌলিক শ্লোগানকে সামনে রেখে। বিগত ৫৪ বছরের কোন সরকারই এর কিঞ্চিত পরিমান বাস্তবায়ন করতে পারে নাই। ২৪ অনেক মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ২৪ এর প্রত্যাশাকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে বার্তা পাচ্ছি। এটা হতে দেয়া হবে না।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই জাতির প্রতি আহবান রেখে বলেন, কোন চাঁদাবাদের সহযোগী হবেন না। কোন টাকা পাচারকারী, সন্ত্রাসীর সহযোগী হবেন না।

বিভাগীয় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী,জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমূখ।