পঞ্চগড় শহরে চার লেন রাস্তার কাজ শুরু
- Update Time : ০৩:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১২ Time View
পঞ্চগড় শহরের চৌরঙ্গী থেকে ব্যারিস্টার বাজার পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের শিংপাড়া এলাকায় সড়কের পাশ থেকে বিদ্যুতের পোল অপসারণের মধ্য দিয়ে প্রকল্পটির কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী, নেসকো পঞ্চগড়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী মাসুদ পারভেজসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সওজ সূত্রে জানা যায়, ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক চার লেনে উন্নীত করা হবে। সড়কের মাঝখানে থাকবে ডিভাইডার, যা যান চলাচলকে আরও স্বচ্ছন্দ ও নিরাপদ করবে।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শহরের এই তিন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত হলে শহরের চিত্র বদলে যাবে। সেই সাথে যানজটও কমে আসবে। আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে চার লেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



































































































