বিশ্বে প্রথম ডেঙ্গুর সিঙ্গেল ডোজ টিকা অনুমোদন
- Update Time : ১২:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ৩০ Time View
বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। দেশটির সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট উদ্ভাবিত টিকাটির নাম ‘বুটানটানডিভি’। বুধবার স্থানীয় সময় এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ অভিহিত করেছে দেশটির কর্তৃপক্ষ। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে যখন ডেঙ্গু বাড়ছে, তখনই ব্রাজিলে টিকার ব্যবহার শুরু হলো। ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে শুধু টিএকে-০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা আছে। এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে। ব্রাজিলজুড়ে আট মাস ধরে পরীক্ষা চালানোর পর এক ডোজের এই টিকার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন দ্রুততার সঙ্গে সহজে দেশজুড়ে ডেঙ্গুর টিকা দেওয়া যাবে।
সাও পাওলোয় এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, ব্রাজিলে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। ‘দশকের পর দশক ধরে যে রোগ আমাদের বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এখন খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে।
এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসিবায়োলোজিক্সুর সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি।
টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ার আগে ব্রাজিলে ১৬ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। তাতে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯১ দশমিক ৬ শতাংশ।
এডিস এজিপ্টি মশার মাধ্যমে মানুষের দেহে ডেঙ্গুর জীবাণু সংক্রমণ ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে এযাবৎকালের সর্বোচ্চ এক কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এতে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































